ঢাকা ০৭:০৮:৫৬ পিএম, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের পুশ ইন ভারতে ‘মৃত’ ভোটারদের সঙ্গে চা খেলেন রাহুল গান্ধী ওসিকে গালি দেওয়ায় বিএনপি নেতা আকতারের সব পদ স্থগিত

লিটন দলে না থাকার কারণ নিয়ে খবর ভারতীয় মিডিয়ায়, সামাজিক মাধ্যমে হাস্যরস

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:১৩:৫১ অপরাহ্ন
লিটন দলে না থাকার কারণ নিয়ে খবর ভারতীয় মিডিয়ায়, সামাজিক মাধ্যমে হাস্যরস
ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক এমনিতেই বেশ শীতল। এরমধ্যে ভারতের কিছু মিডিয়া সংস্থার পক্ষপাতমূলক সংবাদ পরিস্থিতি আরও খারাপ করেছে। এবার বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসকে নিয়ে মিথ্যা এবং সাম্প্রদায়িক রঙ চড়ানো সংবাদ প্রকাশ করে আবারও বিতর্ক তৈরি করলো ভারতের মিডিয়া ‘এবিপি আনন্দ’।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে বাজে পারফর্মেন্সের কারণে তার বাদ পড়াটা ছিল প্রত্যাশিত। তবে এবিপি আনন্দ দাবি করছে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় লিটন দাসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

‘এবিপি আনন্দ’ গতকাল একটি প্রতিবেদনে শিরোনাম দিয়েছে, ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন’। প্রতিবেদনে বলা হয়, “লিটন দাসের পারফরম্যান্স খারাপ হলেও অনেকেই মনে করছেন, তাকে বাদ দেওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। লিটনের বাদ পড়ার সাথে এই বিষয়টি সম্পর্কিত হতে পারে।”

তবে লিটন দাস তার বাদ পড়ার কারণ নিয়ে সংবাদমাধ্যমকে যা বলেছেন, তা এবিপি আনন্দের প্রতিবেদনের পুরোপুরি বিপরীত। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাজে পারফরম্যান্সের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে, এবিপি আনন্দের এই প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এই সংবাদকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, “ভারতের নিকৃষ্ট মিডিয়ার মধ্যে এবিপি আনন্দ অন্যতম। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি করাই তাদের একমাত্র লক্ষ্য।” আরেকজন মন্তব্য করেন, “লিটন দাস তার ফর্মের কারণে বাদ পড়েছে। কিন্তু সৌম্য সরকার কেন দলে আছে, সেটা নিয়ে তো কিছু বলেনি। সৌম্য কি তাহলে মুসলিম হয়ে গেছে?”

অনেকে মজা করে বলেছেন, “এবিপি আনন্দের মতো মিডিয়া আমাদের বিনোদনের খোরাক জোগায়। মিথ্যা এবং ভিত্তিহীন খবর প্রকাশ করাই তাদের কাজ।”

এদিকে, এবিপি আনন্দের এমন প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের ক্রিকেট দল সবসময় পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করা হয়, ধর্মীয় পরিচয় এখানে কোনো প্রভাব ফেলে না। এবিপি আনন্দের মতো মিডিয়ার দায়িত্বশীল হওয়া উচিত এবং মিথ্যা প্রচার থেকে বিরত থাকা উচিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার