বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এবার যুক্ত হয়েছে আরও একটি বিতর্ক। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান।
রাজা চার্লসের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সায়ান রহমান। তিনি এই সংস্থায় ২.৫ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩.৭৪ কোটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে, সায়ান রহমান লন্ডনে ১২ লাখ পাউন্ডে একটি বাড়ি কিনেছিলেন, যেখানে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। এছাড়া লন্ডনের গ্রসভেনর স্কয়ারে তার মালিকানায় একাধিক সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ৪.২ কোটি পাউন্ড।
এই তদন্তে উঠে আসে, সায়ান রহমানের মাধ্যমে শেখ রেহানার পরিবার সম্পদ পেয়েছে। এদিকে, ব্রিটেনের অর্থবাজারে দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেই দুর্নীতির অভিযোগের মুখে।
বাংলাদেশে সালমান এফ রহমান, তার ছেলে সায়ান রহমান, এবং পুত্রবধূর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৮ কোটি ডলারেরও বেশি অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে।
২০১৮ সালে, সায়ান রহমান ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের কার্যক্রম বাংলাদেশে শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সময় একটি নৈশভোজে রাজা চার্লস তার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে সালমান এফ রহমানের পাশাপাশি সায়ান এফ রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।
Mytv Online