ইতোমধ্যেই শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটিচলতি ২০২৪ সালের প্রথম নয় মাসে সিগারেট বিক্রি থেকে ৩০,৮৪৩ কোটি টাকা আয় করেছে ব্রিটিশ-আমেরিকান টোবাকো (বিএটি–ব্যাট) বাংলাদেশ।কোম্পানির আর্থিক বিবরণী অনুসারে, সরকারের ২৩,৯০০ কোটি টাকা কর পরিশোধের পর কোম্পানির নিট রাজস্ব দাঁড়িয়েছে ৬,৯৩৭ কোটি টাকা।আর নয় মাসে কোম্পানির নিট মুনাফা ১,৩২২ কোটি টাকা দাঁড়িয়েছে— যা গত বছরের একই সময়ে ১,৩৫৫ কোটি টাকা ছিল।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে, ব্যাট বাংলাদেশের রাজস্ব আয় দাঁড়ায় ৮,৫০৩ কোটি টাকায়, এবং একই সময়ে কোম্পানির নিট রাজস্ব হয় ২,০৫১ কোটি টাকা।উল্লেখ্য ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা কমে ৩৯৭ কোটি টাকা হয়।ব্যাট বাংলাদেশ ইতোমধ্যেই তার শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।