বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হলেও, সম্প্রতি দুর্বার রাজশাহী দলের এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নামের বিভ্রাট নিয়ে শুরু হওয়া বিতর্কের মূল কারণ, তারা দলে ভিড়িয়েছে ৩৪ বছর বয়সী মিগুয়েল কামিন্সকে, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার। এক সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সদস্য থাকা কামিন্স ২০১৯ সালে শেষবার জাতীয় দলে খেলেন। এরপর গত পাঁচ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার কোনো উপস্থিতি ছিল না।
কামিন্সের বোলিং রেকর্ডে হতাশাজনক পরিসংখ্যানই চোখে পড়ে। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৭ উইকেট শিকার করেছেন, আর গড় ৪৩.২৮ এবং প্রতি ওভারে ৮.৯৫ রান দিয়েছেন। ২০২২ সালের জুনে তিনি ক্রিকেট থেকে অবসর নেন এবং তারপর থেকে কোনো স্বীকৃত ম্যাচে অংশ নেননি। এমন একজন খেলোয়াড়কে বিপিএল লিগে অন্তর্ভুক্তি চমক সৃষ্টি করেছে।
অন্যদিকে, বিপিএলের আগে এই লিগে একে একে খেলেছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি এবং কুমার সাঙ্গাকারারা। তবে এখন, আগের সেই তারকাদের জায়গায় এমন এক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
এমন পরিস্থিতিতে, এই সিদ্ধান্তে কেন বিপিএল ফ্র্যাঞ্চাইজির একাদশে জায়গা দেওয়া হলো, তা নিয়ে আলোচনা তুঙ্গে।