বলিউডের প্রখ্যাত অভিনেতা সাইফ আলি খান গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যমতে, এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাইফকে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর এবং অস্ত্রোপচার চলছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সময় চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এক ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফের ঘুম ভেঙে যায় এবং বাধা দেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্ত তাকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সময় সাইফের স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও বাড়িতে উপস্থিত ছিলেন। তবে তিনি আহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
বান্দ্রা থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিকে ডাকাতির উদ্দেশ্য বলে মনে করা হলেও পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঠিক কারণ জানতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
সাইফ আলি খান সম্প্রতি সপরিবারে নতুন বছর উদযাপন শেষে সুইজারল্যান্ড থেকে মুম্বাই ফিরেছিলেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন।
ঘটনার পর বলিউডসহ তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে সাইফের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
Mytv Online