ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক কিছুদিন দেরি করে হলেও সুষ্ঠু নির্বাচন আমাদের প্রায়োরিটি: আসিফ মাহমুদ বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল! ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে

নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি তার গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের ফলস্বরূপ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চুক্তিটি নিশ্চিত করেন। ট্রাম্প লেখেন, "গত নির্বাচনে আমার জয় বিশ্বকে বার্তা দিয়েছে যে আমার প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এবং সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে।"

তিনি আরও বলেন, "এই খবরে আমি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে।"

ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, "স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।"

তিনি বলেন, "আমাদের দল শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের শুভ সূচনা।"

এদিকে, যুদ্ধবিরতির আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ জানান, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস প্রায় আড়াইশো জনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়। ইসরায়েল বলছে, হামাস এখনও ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে, হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৬৫ জন। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো মনে করছে, আহত ও নিহতের সংখ্যা আরও বেশি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল