ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি তার গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের ফলস্বরূপ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চুক্তিটি নিশ্চিত করেন। ট্রাম্প লেখেন, "গত নির্বাচনে আমার জয় বিশ্বকে বার্তা দিয়েছে যে আমার প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এবং সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে।"

তিনি আরও বলেন, "এই খবরে আমি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে।"

ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, "স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।"

তিনি বলেন, "আমাদের দল শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের শুভ সূচনা।"

এদিকে, যুদ্ধবিরতির আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ জানান, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস প্রায় আড়াইশো জনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়। ইসরায়েল বলছে, হামাস এখনও ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে, হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৬৫ জন। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো মনে করছে, আহত ও নিহতের সংখ্যা আরও বেশি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর