রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও এনবিআর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর। এর আওতায় রেস্তোরাঁর খাবারের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে এ সিদ্ধান্তের পর থেকেই এর বিরোধিতা করে আসছিল রেস্তোরাঁ মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এর পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁর ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনবিআর।
এ বিষয়ে এনবিআরের সদস্য (মূসক নীতি) বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতে রেস্তোরাঁর ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, সীমিত ও মধ্যম আয়ের মানুষদের স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রেস্তোরাঁ মালিকরা বলছেন, ভ্যাট বাড়ানো হলে মানসম্মত রেস্তোরাঁগুলো ক্ষতির মুখে পড়তো। কারণ, বাড়তি ভ্যাটের কারণে খাবারের দাম বেড়ে যেত, যা গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতো।
তবে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের ফলে এই খাতের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এতে রেস্তোরাঁ ব্যবসা টিকে থাকার সুযোগ পাবে।