বলিউড অভিনেতা সাইফ আলী খান বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ছুরি দিয়ে গুরুতর আহত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর সাইফ আলী খান এখন শঙ্কামুক্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফের মেরুদণ্ডের পাশে ও ঘাড়ে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল সকালে তাঁর স্বাস্থ্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ দুপুরে সাইফ আলী খানের জনসংযোগ টিম থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।’
বিবৃতিতে সাইফের পরিবার হাসপাতালের চিকিৎসক এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভক্তদের উদ্বেগ ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সকালে সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এক বিবৃতিতে বলেন, ‘সাইফ আহত হয়েছে এবং চিকিৎসাধীন। পরিবারের সবাই ভালো আছে। পুলিশ তদন্ত করছে। মিডিয়া ও ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ জানাচ্ছি। আপনাদের উদ্বেগ ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
পুলিশ জানিয়েছে, হামলাকারী এক বা একাধিক ব্যক্তি হতে পারে। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সাইফের বাসার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।