আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
-
আপলোড সময় :
১৭-০১-২০২৫ ১১:২০:৩৫ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
১৭-০১-২০২৫ ১১:২০:৩৫ পূর্বাহ্ন
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, ১৮ ডিসেম্বর (শনিবার) থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কমতে পারে। ২০ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তখন শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে ২০ ডিসেম্বর মূলত তাপমাত্রা বেশি কমতে পারে। এরপর আবার ২১ ডিসেম্বর (মঙ্গলবার) বা এর পর থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।
কমেন্ট বক্স