পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালের বাসিন্দা সালিম বাগা একজন ভ্রাম্যমাণ পুডিং বিক্রেতা। তবে তাঁকে ঘিরে মানুষের আগ্রহের মূল কারণ শুধু তাঁর পুডিং নয়; বরং তাঁর চেহারা। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তাঁর চুল ট্রাম্পের মতো স্বর্ণকেশি এবং শ্বেতরোগের কারণে ত্বক ফর্সা। ফলে, যাঁরা তাঁকে প্রথমবার দেখেন, তাঁরা প্রায়শই অবাক হয়ে যান।
শাহিওয়ালের বাজারে কাঠের তৈরি ভ্যানগাড়ি নিয়ে বাগা পুডিং বিক্রি করেন। পাঞ্জাবি গান গাইতে গাইতে যখন তিনি পুডিং বিক্রি শুরু করেন, তখন আরও বেশি মানুষ তাঁর দোকানের চারপাশে ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, “ডোনাল্ড ট্রাম্প এখানে পুডিং বিক্রি করছেন—এমনটাই মনে হয়। তাঁর পুডিং খেতে আমি প্রায়ই আসি।” অন্যদিকে, ইমরান আশরাফ নামের এক ক্রেতা বলেন, “তাঁর পুডিং সত্যিই দারুণ। আমরা তাঁর সঙ্গে সেলফি তুলি, বন্ধুবান্ধবকে বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি!”
তবে এই বাড়তি আগ্রহের ফলে বাগা মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে পড়েন। শাহিওয়ালের বাজারে তাঁর চারপাশে ক্যামেরা তাক করা আর মানুষের ভিড় দেখে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হওয়ায় মানুষ আমার সঙ্গে ছবি তোলে। এটা আমার বেশ ভালো লাগে।”
রয়টার্সের সঙ্গে আলাপকালে বাগা ট্রাম্পকে উদ্দেশ করে মজার ছলে বলেন, “আপনি নির্বাচনে জিতেছেন। এবার এখানে আসুন আর আমার পুডিং খেয়ে দেখুন। আশা করি, আপনি এই খাবার পছন্দ করবেন।”
বাগার কথায় স্পষ্ট, তাঁর চেহারা শুধু ব্যবসা বাড়াতেই সাহায্য করেনি, বরং তাঁকে তাঁর এলাকায় একটি অনন্য পরিচিতিও এনে দিয়েছে।