ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত চৌকা সীমান্তে উত্তেজনা-ককটেল বিস্ফোরণ, বাংলাদেশি কিশোর আহত চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন কারিনা ‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল ২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’ ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট মালাইকার প্রাক্তনের শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ প্রবাসী হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত

ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৫৬:২৮ অপরাহ্ন
ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট
ব্র্যাড পিট সেজে ফরাসিপিপল ম্যাগাজিনের সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ খেতাব একাধিকবার পেয়েছেন এমন পুরুষ আছেন কেবল চারজন। তাদের একজন হচ্ছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এমন কোনও পুরুষের সঙ্গে ‘সম্পর্ক’ তৈরি করতে পারলে সেটি সম্ভবত অধিকাংশ নারীর জন্যই হাতে আকাশের চাঁদ পাওয়ার মতোই মনে হবে। সেই চাঁদের জন্য সামান্য অর্থ খরচতো করা যেতেই পারে। তাই না?আর ঠিক এমনটাই ভেবেছিলেন ফরাসী নারী অ্যান। আর এভাবেই অনলাইনে অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন তিনি। জানা যায়, ফ্রান্সের ওই নারীর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। অ্যানের কাছে পিট দাবি করেন, তিনি অনেক অসুস্থ। হাসপাতাল থেকে ছবি তুলে পাঠানো হয়েছে, হয় বিস্তারিত কথাবার্তাও। জানানো হয়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলার কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে; আর সে কারণেই নিজের চিকিৎসা খরচ চালাতে পারছেন না।

এমতাবস্থায় পিটের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অ্যান। বিশ্বের নামকরা এই অভিনেতার নামে পাঠিয়ে দেন ৮ লক্ষ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকা! সবই ঠিক ছিল, কেবল কিবোর্ডের পেছনের মানুষটি ছিলেন না সত্যিকারের ব্র্যাড পিট।  অর্থ হারানোর পাশাপাশি এখন অ্যানকে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে ফরাসি টেলিভিশনে। বিদ্রুপের তীব্রতা এতাটাই ছিল যে, ফরাসি টেলিভিশন চ্যানেল ‘টিএফ১’-এ অ্যানকে নিয়ে করা অনুষ্ঠানটি কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় বলে প্রতিবেদনে লিখেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।গত রবিবার প্রচারিত টেলিভিশনের এক অনুষ্ঠানে ৫৩ বছর বয়সী ইন্টেরিয়র ডিজাইনার অ্যান হয়ে ওঠেন টক অফ দ্য কান্ট্রি। অ্যান বলেন, দেড় বছর ধরে জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এরপর ফরাসি এক ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, আমি পাগল বা বোকা ছিলাম না। আমি কেবল এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি আর সেটা আমি স্বীকারও করেছি। আর, এমন ঘটনা কেবল আমার সঙ্গেই ঘটেছে, এমন তো নয়!”

এ ঘটনায় পিটের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ‘এন্টারটেইনমেন্ট উইকলি’কে বলেছেন, “এটি একটি ভয়াবহ বিষয়। সেলিব্রিটিদের সঙ্গে ভক্তদের ভাল সম্পর্কের সুযোগ নিচ্ছে এমন সব ঠগবাজ।” এ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের শত শত ব্যবহারকারী অ্যানকে উপহাস করেছেন। ব্রাড পিটের কারণে পুরো জীবনের সঞ্চয় হারিয়েছেন ও তিনবার আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে অ্যান এমন উপহাসের মুখে পড়েন।অ্যান বলেছেন, তার অগ্নিপরীক্ষা শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম ডাউনলোডের পর থেকে। ওই সময় তিনি একজন ধনী উদ্যোক্তার সঙ্গে সংসার করছিলেন। ইনস্টাগ্রামে অ্যকাউন্ট খোলার পর পিটের মা জেন এট্টা নামের একজন অ্যানের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন, তার ছেলের জন্য ‘ঠিক অ্যানের মতো একজন নারীর প্রয়োজন’।

এরপরের দিন পিট বলে দাবি করা একজন অ্যানের সঙ্গে যোগাযোগ করেন। আর এ লোকই অ্যানের জন্য বিপদ বয়ে আনেন। অ্যান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বা এর সঙ্গে খুব একটা অভ্যস্ত না হওয়ায় আমি আসলেই জানতাম না আমার সঙ্গে কী ঘটছে।” কথাবার্তার এক পর্যায়ে ব্র্যাড পিট বলে পরিচয় দেওয়া ওই প্রতারক অ্যানকে দামী বিভিন্ন উপহার পাঠাতে চেয়েছিলেন। তবে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিয়েবিচ্ছেদের মামলার কারণে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে যাওয়ায় উপহারের ওপরে শুল্ক দিতে পারছেন না এমন কথা বলে অ্যানের কাছ থেকে নয় হাজার ইউরো চায় ‘প্রেমিক পিট’।“আর বোকার মতো আমি সেই অর্থ দিয়েছি... যতবারই আমি তাকে সন্দেহ করেছি ততবারই সে আমার সন্দেহ দূর করতে পেরেছে,” বলেন অ্যান।

কিডনি ক্যান্সারের চিকিৎসার কথা বলে ভুয়া পিট অ্যানের কাছে যখন নগদ অর্থ চাইলেন তখন এই অর্থের পরিমাণ আরও বেড়ে গেল। ওই সময় অ্যানকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ব্র্যাড পিটের একাধিক ছবি পাঠিয়েছিলেন প্রতারক। আর সেই ছবি তৈরি হয়েছে এআই ব্যবহার করে। “এসব ছবি আমি ইন্টারনেটে খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমার মনে হয়েছে এসব ছবি সে কেবল আমার জন্যই তুলেছে,” বলেন অ্যান।এরইমধ্যে অ্যান ও তার স্বামীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং অ্যানকে দেওয়া তার স্বামীর পুরো সাত লাখ ৭৫ হাজার অর্থই যায় ওই প্রতারকের পকেটে। “ওই সময় আমি নিজেকে বুঝিয়েছি যে, ক্যান্সারমুক্তির পথে রয়েছেন এমন একজন মানুষের জীবন বাঁচাচ্ছি আমি,” অ্যান বলেন। অ্যানের ২২ বছর বয়সী মেয়ে বলেন, “মাকে এক বছরেরও বেশি সময় ধরে ‘বোঝানোর চেষ্টা করেছি। তবে মা এই প্রেমে ডুবে ছিলেন। মা কতটা সরল ছিল তা দেখে খারাপ লেগেছে আমার।”

এদিকে, ২০২৪ সালের জুনে অভিনেতা ব্র্যাড পিট ও ইনেস ডি রামন নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন তখন অ্যান এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। ‘বিশেষ এফবিআই এজেন্ট জন স্মিথ’ এর ছদ্মবেশে ধরেও অ্যানের কাছ থেকে আরও অর্থ আদায়ের চেষ্টা করে প্রতারকরা। এরপর এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন অ্যান। যা নিয়ে এখনও তদন্ত চলছে।ফরাসি টেলিভিশনটি বলেছে, এসব ঘটনা অ্যানকে ভেঙে দিয়েছে ও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। “আমাকেই কেন এভাবে আঘাত করার জন্য বেছে নেওয়া হলো?” কান্নাজড়িত কণ্ঠে বলেন অ্যান। তিনি বলেন, “এ মানুষগুলোর জাহান্নামের আগুনে পুড়ে মরা উচিৎ। আমাদের এসব প্রতারকদের খুঁজে বের করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে তাদের খুঁজে পেতে সহায়তা করুন।”অনেক অনলাইন ব্যবহারকারী অ্যানকে বিদ্রূপ করলেও অনেকে তার পক্ষও নিয়েছেন। সত্যিকারের ব্যাড পিটের প্রতিনিধি বলেছেন, “যেসব সেলিব্রিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই, ভক্তদের উচিৎ তাদের অনলাইন যোগাযোগে একেবারেই সাড়া না দেওয়া”।

তথ্য সূত্র - দ্যা হলিউড রিপোর্টার

কমেন্ট বক্স
রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন

রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন