রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন
-
আপলোড সময় :
১৮-০১-২০২৫ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
-
আপডেট সময় :
১৮-০১-২০২৫ ০৪:৪৩:৩৪ অপরাহ্ন
ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে দেশটির সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, রিংকুর বাড়ি থেকে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের প্রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাবও পৌঁছে গেছে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কলকাতা নাইট রাইডার্সের রিংকু এবং প্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। দ্রুত এক হতে পারে তাদের চার হাত।মূলত তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। প্রিয়ার বাবা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ জানিয়েছেন, রিংকুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তারা। প্রিয়ার দুলাভাই আলিগড়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। তার সঙ্গেই বিয়ের ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল রিংকুর পরিবার থেকে। জামাই হিসাবে কি রিংকুকে পছন্দ আপনাদের? সরোজ বলেছেন, ‘রিংকুর পরিবার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরাও গুরুত্ব দিয়ে ভাবছি।’প্রিয়া গত লোকসভা নির্বাচনে প্রথম বার সংসদ সদস্য হয়েছেন। তিনি এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সংসদ সদস্য। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ভোলানাথ সরোজকে ৩৫৮৫০ ভোটে হারান প্রিয়া। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীর বাসিন্দা। যদিও তার পড়াশোনা দিল্লিতে। তার স্কুল এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা তুফানি তিন বারের প্রাক্তন সংসদ সদস্য।রিংকু ভারতের হয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলেও রয়েছেন দেশের অন্যতম সেরা ফিনিশার।
কমেন্ট বক্স