আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, "বিগত সরকার বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়ে বলেছে, উৎপাদন বেড়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি। এসব মিথ্যা তথ্যের কারণেই বর্তমানে বাজার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।"
তিনি আরও বলেন, "শেখ মুজিবুর রহমানের সময় জুট চুক্তি নিয়ে নেওয়া আত্মঘাতী সিদ্ধান্তের ফলাফল আমরা ইতিহাসে দেখেছি। এরই ফলে ১৯৭৪ সালে প্রায় ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছে।"
প্রেস সচিবের মতে, দীর্ঘমেয়াদে মিথ্যা তথ্য এবং ভুল নীতির কারণে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা বাজার স্থিতিশীল রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Mytv Online