রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ননী কুমার সাহা নামে এক শিক্ষার্থী। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা বলেন, “আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। শুনেছি আরও কয়েকজন আহত হয়েছেন, যারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সাইন্সল্যাব এলাকা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”