রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। দায়িত্ব গ্রহণের পর রোববার (১৯ জানুয়ারি) তিনি প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, রাশিয়া অতীতেও বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে। রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুতই সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, এ বিষয়ে রাশিয়া বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে এটি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।