স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকার সীমান্ত ইস্যুতে নীরব থাকায় উত্তেজনা ছিল না, কিন্তু বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না বলেই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত রাখা হবে। আগে ভারতকে সীমান্ত বিষয়ে ছাড় দেওয়া হলেও বর্তমানে আইন অনুযায়ী যা প্রাপ্য, তা আদায় করা হচ্ছে।"
তিনি জানান, আগামীতে সীমান্ত ইস্যুতে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিষয়গুলোর কার্যকর সমাধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া তিনি দেশের দুর্নীতি সমস্যা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষি জমি ক্রমশ কমে যাওয়ায় ভূমি সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।