অর্থায়নের ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার, এমন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (১৯ জানুয়ারি) সকালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তিনি ব্যাংকটির ঋণ কমসূচিতে বৈচিত্র্য আনার নির্দেশনা দেন এবং বলেন, ঋণ কার্যক্রম তদারকির আওতায় রাখতে হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে নেয়ার উদ্যোগ থাকবে, তবে জেনারেল ব্যাংকে রূপান্তর করলে ব্যাংকটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, তহবিলের পরিমাণ বাড়ানো গেলে সমাজে কর্মসংস্থান ব্যাংকের প্রভাব আরও বৃদ্ধি করা সম্ভব। তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু অর্থ এই ব্যাংকের মাধ্যমে বিতরণ করা যেতে পারে এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে জনবল স্বল্পতার সমস্যাও সমাধান সম্ভব।
Mytv Online