মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানানো হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানে প্রায় ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। এছাড়া, এম ভি ভূইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার স্যালো মেশিন, তেল আনলোডের জন্য ব্যবহৃত ২টি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত একটি হাসুয়া এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশের ডিআইজি বলেন, অবৈধ বাল্কহেড উদ্ধারে অভিযান জোরদার রয়েছে। তিনি আরও জানান, জাহাজ ডাকাতির মূল হোতারা নজরদারিতে রয়েছে এবং নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে সরকার কাজ করছে।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনায় "ওটি বিন জামান-১" নামের জাহাজটি ডাকাতির শিকার হয়। শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।