১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পূর্বে ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন, যাদের বেশিরভাগই নারী। এই বিক্ষোভটি বিভিন্ন গ্রুপের একটি জোটের আয়োজন, যারা 'ট্রাম্পিজম' এর বিরুদ্ধে আন্দোলন করছে। প্রতিবাদকারীরা পিপলস মার্চের অংশ হিসেবে জমায়েত করেন এবং তাদের মধ্যে নানা ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও নারী অধিকার উঠে আসে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, কর্মজীবী নারী, এবং অন্যান্য জনগণ বিক্ষোভের মাধ্যমে ট্রাম্পের শাসনকালের বিরুদ্ধে তাদের বিরোধিতা জানান। এই প্রতিবাদটি সেই সময় অনুষ্ঠিত হয়েছিল যখন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন।
আয়োজকরা এই কর্মসূচিতে ৫০ হাজার মানুষের উপস্থিতি আশা করেছিলেন, তবে আনুমানিক ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। বিক্ষোভের পাশাপাশি একই সময়ে ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন মনুমেন্টের কাছে জমায়েত হয়েছিলেন। সেখানে 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' লেখা হ্যাট পরিধানকারীদের লক্ষ্য করে পিপলস মার্চের নেতারা প্রতিক্রিয়া জানান।
এই প্রতিবাদ কর্মসূচি ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও অনুষ্ঠিত হয়েছিল, যা নারীদের প্রতিবাদ হিসেবে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিল।