চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে স্বৈরাচারের দোসর হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কথা লেখেন তিনি।একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে নুরুল ইসলাম বুলবুল লেখেন ‘স্বৈরাচারের দোসরদের চেহারা একে একে বেরিয়ে আসছে’।জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের পোস্টের কমেন্টে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। আব্দুল্লাহ আনসারী নামের একজন লিখেছেন, ‘জাতির সামনে এদের বিচার করতে হবে।’ মোস্তফা কামাল লেখেন, ‘মাশাল্লাহ। এজন্যই কি হঠাৎ করে পাপিয়া আপা এসব বক্তব্য দিয়েছেন!!।’ মো. আব্দুল বারী পলাশ লিখেছেন, ‘ফ্যাসিস্ট এর নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির ৭ জন MPবিশেষ সুবিধা নিয়েই ফ্যাসিস্ট সরকারে ছিলো। আর হারুন/পাপিয়া শুরু থেকেই আওয়ামীলীগ এর মধু পানে এগিয়ে ছিলো । ৫ ই আগস্ট হাসিনার পতন না হলে হারুন আওয়ামীলীগে যোগ দিতো।’
দলের এ নেতার ফেসবুক পোস্টে অনেকে জামায়াতের সমালোচনা করছেন। মো. হাসিব নামের একজন লিখেছেন, ‘ধর্ম কে হাতিয়ার বানিয়ে ১৯৭১ এ গনহত্যা চালিয়েছেন আপনারা। আগে জাতির কাছে ক্ষমা চান।’ মো. সাইফুল নামের একজন নুরুল ইসলাম বুলবুলকে ইঙ্গিত করে লিখেছেন, ‘খুব কষ্ট এখনো সংসদে যাওয়ার সুযোগ হয় নাই,,ভাই সাহাবের (হাসির ইমোজি)।’উল্লেখ্য, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি ছিলেন। তার স্বামী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বিএনপির যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। আর নুরুল ইসলাম বুলবুল একই আসনের সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।