স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। এর ফলে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ভ্যালেন্সিয়া প্রদেশসহ আশেপাশের অঞ্চলগুলোতে বন্যার পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধার কাজে ব্যস্ত থাকলেও পানিতে তলিয়ে যাওয়া বহু এলাকা থেকে মানুষের জন্য বিপদ কাটেনি।
জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি জানায়, বন্যায় চিভায় মাত্র আট ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা প্রায় এক বছরের বৃষ্টিপাতের সমান।
বন্যার চরম পরিস্থিতি বিবেচনায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।