ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক ব্যর্থতার দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদত্যাগ বিয়ের মেহেদি শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে নিত্যপণ্যের আমদানি বেড়েছে অবৈধ অভিবাসীদের লুকানোরও জায়গা রাখছেন না ট্রাম্প টিউশনি পড়াতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ল হামিদ আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া বেনজীরের অনিয়ম তদন্তে গোপালগঞ্জের সাভানা রিসোর্টে তদন্তকারী দল বরগুনায় দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিপক্ষে বিসিবিতে নালিশ বিদেশির ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: ফখরুল শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ সংঘাত ও উত্তেজনার পর বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে সরব মমতা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ পদক পেয়েছে বাংলাদেশ দল নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত কোয়ার্টারে কঠিন পরীক্ষায় বার্সা, রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ

মদ নয়, ইয়াবা নিয়ে চিন্তিত মাদকদ্রব্য অধিদপ্তর

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৫:৩৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৫:৩৪:২৭ অপরাহ্ন
মদ নয়, ইয়াবা নিয়ে চিন্তিত মাদকদ্রব্য অধিদপ্তর
মদ নিয়ে নয়, বর্তমানে ইয়াবা নিয়ে চিন্তিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এমন মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ। তিনি বলেন, দেশে ইয়াবা নিয়ন্ত্রণে নেই। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।সোমবার ২০ জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ দেশ ও জাতির কল্যাণে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে আন্তর্জাতিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আফফান মানসুরপুরী. মুহাম্মদ ইউছুফ বলেন, মদ নিয়ে আমি চিন্তিত না। বিশ্বব্যাপী যেমন এটা নিয়ন্ত্রণে আছে, একটা ইসলামিক দেশ হিসেবে আমাদের দেশেও এটা নিয়ন্ত্রণে আছে। মদ মুক্ত করতে পারবেন না। যতটুকু সম্ভব ততটুকু নিয়ন্ত্রণে আছে। শুধু মদ না, হিরোইন, কোকেন, আফিম ও গাঁজাও নিয়ন্ত্রণে আছে। তবে ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই।

ইয়াবার ভয়াবহতা উল্লেখ করে ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক বলেন, তিন-চার বছর টানা ইয়াবা সেবন করলে ওই ব্যক্তি মেন্টালি ডেড হয়ে যায়। একটা পর্যায়ে ইয়াবা সেবনকারী ব্যক্তি কথা বলতে পারে না, শুকিয়ে যায় এবং একটা সময়ে সে মারা যায়। ইয়াবা সেবনকারীকে পুনর্বাসনও করা যায় না।সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে ইয়াবার কোনো কারখানা নেই। সব কারখানা মিয়ানমারে। যদি আমাদের দেশে ইয়াবার চাহিদা শূন্যে নেমে আসে তাহলে অন্য দেশ থেকে আমাদের দেশে ইয়াবা আর আসবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সারাদেশে কারাগারের শতকরা ২৫ ভাগ আসামি মাদক সংক্রান্ত। যার সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কম নয়। সমাজে যে সমস্ত অপরাধ চলছে তার বড় একটি অংশ মাদক সংশ্লিষ্ট। কারাগারে যেসব আসামি রয়েছে তার মধ্যে ৯০ শতাংশ স্বল্প মেয়াদী শাস্তি পেয়ে কারাগারে আসে। অর্থাৎ, তাদের যে শাস্তি হয় তা এক থেকে ছয় মাস বা এক বছর মেয়াদী হয়ে থাকে। এই ধরনের আসামিরা প্রায়ই কারাগারে আসেন। তাদের একটা অভ্যাস হয়ে গেছে। সরকার চেষ্টা করছে সমাজে এ ধরনের অনাচারের সঙ্গে যারা জড়িত তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে দেওয়ার।

ধনাঢ্য পরিবারের তরুণ-তরুণীদের হাতে দামি মাদক পৌঁছে দিতো তারা।মাদক কারবারি ছোট-বড় কাউকে ছাড় দেওয়া হবে না কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরও বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের সংশোধনের চেষ্টা করা হচ্ছে। একজন আসামি মাদকাসক্ত হিসেবে কারাগারে এলে তাকে আলাদা রাখা হয়। যাতে অন্য আসামিরা এর সঙ্গে সম্পৃক্ত হতে না পারে। যারা আসেন তাদেরকে চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয়। এ কাজ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যারা আসেন তারা অল্প সময়ের জন্য আসেন। সুতরাং পুনর্বাসন প্রক্রিয়া যে সময়ব্যাপী হওয়ার কথা, শেষ পর্যন্ত তা সম্ভব হয় না। যারা আসেন, তারা সাধারণত মোবাইল কোর্টের মাধ্যমে আসেন। তাই এসব আসামিদের সশ্রম কারাদণ্ড হয় না।
মাদকাসক্তি থেকে সবাইকে সচেতন করা প্রয়োজন। এ কাজে সমাজের আলেম সমাজ ও সচেতন নাগরিকসহ সবাইকে এগিয়ে আসা উচিত বলেও উল্লেখ করেন কর্নেল মোস্তফা কামাল।

সেমিনারের প্রধান আলোচক মাদানী মজলিস বাংলাদেশের সভাপতি শায়খ মুফতি হাফীজুদ্দীন তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি বর্তমান সময়ের একটি মারাত্মক ব্যাধি হিসেবে ক্রমশ সারাদেশে বিস্তার লাভ করছে। নতুন প্রজন্ম এতে আক্রান্ত হচ্ছে ভয়াবহ রূপে। এটা দেশের আইনশৃঙ্খলা, জনগণের নীতি নৈতিকতাবোধ এবং পারিবারিক, সমাজ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর মারাত্মকভাবে কুপ্রভাব ফেলছে।সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা আব্দুল গাফফার, গবেষক ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, বিশিষ্ট লেখক ও গবেষক আলেম শায়খ মুসা আল হাফিজ, রাষ্ট্রচিন্তক কমান্ডার অব. মাহবুবর রহমান, শিল্পপতি ফারুক তালুকদার সোহেল, মেজর জেনারেল অব. মহিউদ্দিন চৌধুরী মোহন, ক্যাপ্টেন অব. এস. এম. হেলাল প্রমুখ।সেমিনারে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শিরোনামে একটি গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং ‘মদ ও মাদকতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি