২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জপদক। রোবটিক্সের আন্তর্জাতিক এ আসরে ২৬টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয় বাংলাদেশের ১০ সদস্যের দল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ১৭-২০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসানের বেক্সকো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বাংলাদেশ দলের স্বর্ণপদক অর্জন করেন আরিয়েত্তি ইসলাম (ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপ) এবং নামিয়া রওজাত নুবালা (ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি সিনিয়র গ্রুপ)।
এছাড়া রৌপ্যপদক জয় করেন ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম, সিনিয়র গ্রুপে নুসাইবা তাজরিন তানিশা ও প্রিয়ন্তী দাস। ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে রৌপ্যপদক পান হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির এবং আবরার আবির।
ব্রোঞ্জপদক জয়ীরা হলেন: ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে নাফিয়া বাসার সুহানী, সিনিয়র গ্রুপে নুসাইবা তাজরিন তানিশা ও নামিয়া রওজাত নুবালা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে দলটি গঠন করা হয়। অলিম্পিয়াডে বাংলাদেশের এ অর্জন ভবিষ্যতে রোবটিক্সে আরও বড় সাফল্যের আশাবাদ তৈরি করেছে।