নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির মতো ট্রফি হাতে ঘুমানোর ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমায়া।
বুধবার নেপালে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশ।
খেলার পর দল হোটেলে ফিরে উদযাপন করে, আর সুমায়া ট্রফি হাতে ঘুমানোর ছবি পোস্ট করে লিখেছেন, "শুভরাত্রি!!! কাল বাংলাদেশে দেখা হবে ইন শা আল্লাহ!"
বৃহস্পতিবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সাফ বিজয়ী এই নারীরা।
আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এবারও একইভাবে শহর প্রদক্ষিণের আয়োজন করা হয়েছে বলে জানান বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। সংবর্ধনার জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস প্রস্তুত করা হচ্ছে।