চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব।
নিপুণের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করেছেন। ২০২৩ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে সমিতির প্যাডে বিবৃতি দেন এবং পরে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এতে সমালোচনার মুখে পড়েন তিনি।
২০২৩ সালের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হলে, নিপুণকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে তিনি এ নোটিশের কোনো জবাব দেননি এবং বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। এসব কারণে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
সম্প্রতি নিপুণের আরও কিছু বিতর্কিত ঘটনা প্রকাশ্যে আসে। যুক্তরাজ্যে যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সন্দেহ হলে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় এক ঘণ্টা পর তার যাত্রা স্থগিত করা হয়।