ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হয়েছে, যা অফিসের দৈনন্দিন কাজ তদারকি করবে। এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নতুন কাঠামোয় নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনার জন্য ‘গভর্নিং বডি’ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন। ফাউন্ডেশনের নতুন কাঠামোতে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ আর থাকবে না।

সারজিস আলম জানান, ফাউন্ডেশনটি গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে এবং অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

তার সময়কালে ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জন এবং প্রায় ১১ হাজার আহত মুক্তিযোদ্ধার মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি বলেন, "যতদিন ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটি কোনো দুর্বলতা নয় বরং দায়িত্বের প্রতি সৎ থাকার প্রতিফলন।"

তিনি আশা প্রকাশ করেন, নতুন কাঠামোর মাধ্যমে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে।

কমেন্ট বক্স