ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হয়েছে, যা অফিসের দৈনন্দিন কাজ তদারকি করবে। এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নতুন কাঠামোয় নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনার জন্য ‘গভর্নিং বডি’ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন। ফাউন্ডেশনের নতুন কাঠামোতে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ আর থাকবে না।

সারজিস আলম জানান, ফাউন্ডেশনটি গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে এবং অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

তার সময়কালে ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জন এবং প্রায় ১১ হাজার আহত মুক্তিযোদ্ধার মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি বলেন, "যতদিন ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটি কোনো দুর্বলতা নয় বরং দায়িত্বের প্রতি সৎ থাকার প্রতিফলন।"

তিনি আশা প্রকাশ করেন, নতুন কাঠামোর মাধ্যমে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি