ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড খালে ভেসে উঠল যুবকের মরদেহ খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে গাছির মৃত্যু

তুরস্কের ভেজাল মদ সংকট; পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:৪৯ অপরাহ্ন
তুরস্কের ভেজাল মদ সংকট; পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা
গত কয়েক বছরে ভেজাল মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের সবচেয়ে বড় গোপন কেন্দ্রে পরিণত হয়েছে ইস্তাম্বুল। সেখানে প্রতি বছর এ জাতীয় প্রায় বিশ লাখ লিটার পানীয় আটক করা হয় এবং প্রতি বছর এইসব ভেজাল মদ পান করে মারা যান অন্তত ৫০০ মানুষ। তুরস্কে ২০২৪ সালের শেষের সপ্তাহগুলোতে এবং নতুন বছর ২০২৫-এর প্রথম দিনগুলোতে ভেজাল মদ পানের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার খবর এসেছে। নতুন বছরের প্রথম দিনেই তুরস্কে ভেজাল মদ তৈরি ও বিক্রির একটি নেটওয়ার্ক-এর মদ খেয়ে বহু লোক মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, এদের মধ্যে ৩৭ জন মারা যান, ১৭ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং ২২ জন এখনও আইসিইউ-তে আছেন। ভেজাল মদপানে মৃতের সংখ্যা ভয়াবহভাবে বাড়তে থাকার অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর দেশটিতে এই খাতে মৃতের সংখ্যা অন্তত ৫০০ জন এবং দিনকে দিন পরিস্থিতি শোচনীয় হচ্ছে। এ ছাড়াও বছরের পর বছর ধরে এ জাতীয় ভেজাল মদের চালান গোপনে প্রতিবেশী দেশগুলোতে পাচারের চেষ্টা করে আসছে কোনো কোনো অসাধু ও অপরাধী চক্র।  

গত কয়েক দিনে ইস্তাম্বুলের বায়রাম পাশা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১১ হাজার বোতল নকল বা ভেজাল মদ আবিষ্কার করা হয় যার প্রাথমিক মূল্য এক কোটি লিরা। এদিকে বুরসা শহরেও এক ভিলা বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির ভূগর্ভস্থ অবৈধ কারখানা আবিষ্কার করা হয়। এখানে ৫ টনেরও বেশি মদ বাজারে পাঠানোর জন্য প্যাকেটজাত করা হয়েছিল।তুরস্কের রাজধানী আঙ্কারা শহরে নতুন খ্রিস্টিয় বছর শুরুর মাত্র এক দিন আগে  পুলিশের চারটি পৃথক অভিযানে  আটক করা হয় ত্রিশ হাজার লিটার ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ বা সাজ-সরঞ্জাম। এসবের প্রাথমিক মূল্য ছিল দশ লাখ ডলারেরও বেশি।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে ভেজাল পানীয় তৈরির সঙ্গে জড়িত ৫৫ জন উৎপাদককে আটক করা হয়েছে। তাদের কারখানা ও যন্ত্রপাতি বা সাজ-সরঞ্জামও আটক করা হয় ২৬টি প্রদেশে পুলিশের অভিযান চালিয়ে। 

তুরস্কের কৃষি মন্ত্রণালয় অ্যালকোহল মেশানো পানীয় তৈরির কারাখানাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি কারখানার নাম প্রকাশ করেছে যে কারখানা জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণাময় খেলা খেলে এসেছে। কিন্তু বিখ্যাত এই কারখানাটি বলেছে, 'বোতল, ট্রেডমার্ক ও অন্য সব কিছু সঠিক হলেও এর ভেতরের উপাদানগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দৃশ্যত এক গোপন মাফিয়া চক্র আমাদের কারখানার শত শত খালি বোতল সংগ্রহ করতে সক্ষম হয় এবং এইসব বোতল তারা ভেজাল পানীয় দিয়ে পূর্ণ করেছে আমাদের বদনাম করার জন্য।'  আর এই খবর থেকে বোঝা যায় তুরস্কের সবচেয়ে ভালো বা জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য রপ্তানির শত শত কোটি ডলার আয় হুমকির মুখে রয়েছে।  

বিদেশী পর্যটকদের নিয়ে উদ্বেগ
ভেজাল পানীয় বা মদ পানজনিত মৃত্যুর ঘটনায় সবাই প্রতিবাদ জানিয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মাদকদ্রব্য, অস্ত্র ও মানব পাচারে জড়িত মাফিয়া চক্রগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তি ও পুলিশ বাহিনী ব্যবহার করার পরও এখন আরও বাড়তি পুলিশ অভিযানের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন।  দৃষ্টান্ত হিসেবে বলা যায় কেবল এক সপ্তায় ইস্তাম্বুল থেকে একশ জন ভেজাল মদ উৎপাদককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এ ধরনের গোপন কারখানা বা ভেজাল মদ বিতরণের বহু কেন্দ্র আঙ্কারা, আনাতোলিয়া, স্যামসন, মারসিন ও ইজমিরে রয়েছে বলে খবর এসেছে। 

ভেজাল মদ উৎপাদনের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষ সক্রিয় হয়ে উঠেছে জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্য নিয়ে যদিও এর আসল কারণ হল প্রথমত: ভেজাল মদ পানজনিত কারণে মৃত্যুর খবর প্রকাশের ফলে তুর্কি পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দ্বিতীয়ত তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তুর্কি সরকার বিপুল অর্থ আয় করে থাকে পানীয় উৎপাদন ও বিক্রির খাত হতে!; কিন্তু ভেজাল মদ উৎপাদন এই রাজস্ব আয়ের পথও বন্ধ করছে! মদ জাতীয় পানীয় রপ্তানির ওপর শুল্ক ও ভ্যাট ধার্য করেও তুরস্ক সরকার বিপুল অর্থ আয় করে থাকে এবং এসব করের কারণে এ জাতীয় পণ্য দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ভোক্তা ও পর্যটকদের। তুর্কি অর্থনীতিবিদ ও বিশ্লেষক আর পর্যবেক্ষকদের মতে এই বিষয়টি এখন এক জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। 

তুর্কি ব্যবসায়ী ও শিল্প-পেশাজীবী সমিতি টিইএসকে'র প্রেসিডেন্ট বেনডেভি পালানডোকেন বলেছেন, 'তুরস্কের ওষুধের দোকানগুলোতে ইথাইল অ্যালকোহল বা ইথানল অবাধে বিক্রি করা হয়। আর এটি সহজলভ্য হওয়ায় ও ইন্টারনেটে অর্ডার দিয়ে সংগ্রহ করা সম্ভব হওয়ায় লোকেরা ঘরে বসেই মদ তৈরি করতে পারে। ফলে ঝুঁকির মুখে রয়েছে জনস্বাস্থ্য ও ক্ষতির শিকার হচ্ছে সরকার। বর্তমানে প্রতি বছর ৫০০ মানুষ মারা যাচ্ছে এই সংকটের কারণে।'তিনি আরও বলেছেন, গত দশ বছরে তুরস্কে আটক করা হয়েছে প্রায় এক কোটি ৫০ লাখ লিটার ভেজাল মদ। আর এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মদের হিসাব, কাঁচা মদ বিক্রি হচ্ছে আরও কয়েক গুণ বেশি। এইসব ভেজাল মদ যে কেবল জনস্বাস্থ্যের জন্যই ক্ষতিকর তা নয়, সরকারের অর্থনৈতিক আয়কেও করছে ক্ষতিগ্রস্ত এবং এর ফলে সরকার প্রতি বছর এক হাজার কোটি লিরা থেকে বঞ্চিত হচ্ছে। 

তুরস্কের গণমাধ্যম ও কর্মকর্তারা দেশটির ভেজাল মদের নানা বিপদের কথা বার বার উল্লেখ করে আসলেও দেশটির একদল মৃত্যুর সওদাগর এইসব মদের কার্গো রপ্তানি করছে প্রতিবেশী ইরাক, ইরান ও সিরিয়ায়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪

যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪