কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালত এ আদেশ দেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ৭৯ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।