কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালত এ আদেশ দেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ৭৯ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
Mytv Online