বিপিএলের এবারের আসর পারিশ্রমিক বকেয়ার কেলেঙ্কারিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। খেলোয়াড়দের সময়মতো পারিশ্রমিক না দেয়া যেন অনেক ফ্র্যাঞ্চাইজির জন্য নিয়মে পরিণত হয়েছে। এই দুর্নামের সর্বশেষ শিকার চিটাগাং কিংস।
শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে মাঠে যাননি। বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চিটাগাং কিংসের ম্যাচে ১৫ সদস্যের স্কোয়াডে তার নামও রাখা হয়নি।
সূত্র জানিয়েছে, পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে বিনুরা ফার্নান্দো মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির লঙ্কান খেলোয়াড় লাহিরু সামারাকুন পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ নিয়ে বিসিবিতে বিচার দেন। বিপিএলের এ ধরনের বিতর্কিত পরিস্থিতি টুর্নামেন্টের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।