চট্টগ্রামের জুবিলী রোড এলাকায় হারিয়ে যাওয়া দুই ব্রিটিশ নাগরিকের গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জুবিলী রোডে একটি সিএনজিতে ভুলবশত তাদের ব্যাগ রেখে যান দুই ব্রিটিশ নাগরিক। ব্যাগটিতে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, একটি চেকবই, মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিল। পরে একটি ব্যাংকে গিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন এবং সিএনজির সন্ধান পাননি।
পরিস্থিতি জানার পর, তারা কোতোয়ালি থানায় যোগাযোগ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ঘটনা জানার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে অক্ষত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়।
পুলিশের দ্রুত পদক্ষেপে ব্রিটিশ নাগরিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।