বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ১০ লাখ টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলী ইমাম মজুমদার বলেন, বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। তবে ভবিষ্যতের জন্য খাদ্য মজুত বা স্টক করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।
বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৪১ হাজার টন গম রয়েছে। এর পাশাপাশি ১০ লাখ টন চাল ও গম আমদানির পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে গমের পরিমাণ ৩ লাখ টন এবং এটি রাশিয়া ও ভারত থেকে আমদানি হবে। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হবে।
চালের দাম বর্তমানে কেজি প্রতি ৬০ টাকার আশপাশে রয়েছে, তবে বোরো ফলনের ওপর আমদানির পরিমাণ নির্ভর করবে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, চালের দামে অস্থিরতা কমেছে এবং এটি ক্রমান্বয়ে কমছে। ভবিষ্যতে মোটা চালসহ মধ্যবিত্তের জন্য দাম কমানোর চেষ্টা করা হবে।