বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা চলছে, যার মধ্যে জনপ্রিয় গায়ক আসিফ আকবরও তার অভিমত তুলে ধরেছেন। সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে পুলিশের পোশাক হবে লোহা (আয়রন) রঙের, র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।
এ বিষয়ে মঙ্গলবার রাতে আসিফ আকবর তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন এবং তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।" তিনি আরও যোগ করেন, "সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।"
এটি এমন একটি মুহূর্ত যখন দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে, এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীটির পোশাক পরিবর্তনের দাবি উঠেছে।
Mytv Online