নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফের শিরোপা নিয়ে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরবেন ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস।২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবারও ছাদ খোলা বাসে বরণ করা হয়েছিল নারী ফুটবলারদের। এবার ও গতবারের দুটি বাসের ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
পোস্টে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা।’ পোস্টের শেষে অ্যাডমিন লেখাটি উল্লেখ করা হয়েছে।২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর ফুটবলারদের যে ছাদখোলা বাসে সম্মাননা দেওয়া হয় সেখানে দেখা যায়, জয়ী খেলোয়াড়দের মাথার ওপরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চ্যাম্পিয়ন ফুটবলারদের চেয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছবিকেই বড় করে দেখানো হয়েছিল।
তবে এবারের বাসে শুধুমাত্র সাফজয়ী ফুটবলারদের ছবিই রয়েছে। সেইসঙ্গে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো।