ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আইএসপিদের অপারেশনাল তথ্য জমা দিতে যে নির্দেশনা দিল বিটিআরসি

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:৩৮:৩৯ অপরাহ্ন
আইএসপিদের অপারেশনাল তথ্য জমা দিতে যে নির্দেশনা দিল বিটিআরসি
ইন্টারনেট পরিষেবা প্রদানকারী লাইসেন্সধারী আইএসপিদের প্রতিমাসের যাবতীয় অপারেশনাল তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেওয়ার নিয়মে নতুন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস)-এ এসব তথ্যাদি জমা দিতে হবে।

যদি কোনো আইএসপি এই নিয়ম না মানে, তাদের ব্যান্ডউইথ বন্ধ বা সীমিত (ক্যাপিং) করার পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সরোয়ার সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে আইএসপিদের ডিআইএস পোর্টালে (dis.btrc.gov.bd) অপারেশনাল তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। তবে নির্দেশনা দেওয়ার পরও অনেক আইএসপি নিয়ম মানছে না। এ ধরনের কার্যক্রম আইএসপি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-২২ দশমিক ৭ (সংশোধিত) এবং অনুচ্ছেদ-২৫ দশমিক ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, নিয়ম ভঙ্গকারী আইএসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে সংস্থা। এসব ব্যবস্থা কার্যকর করতে ব্যান্ডউইথ সীমিত করা ছাড়াও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এটি একটি ইতিবাচক উদ্যোগ। প্রতিমাসে নতুন গ্রাহক, বিচ্ছিন্ন গ্রাহকসহ অন্যান্য অপারেশনাল তথ্য বিটিআরসিতে জমা দেওয়ার যে নিয়ম আছে, সেটি অনেক আইএসপি মানছে না। তাই বিটিআরসি নতুন করে এই নির্দেশনা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছি। জবাবদিহিতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ সেবার মান বাড়াতে সাহায্য করবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর