ইন্টারনেট পরিষেবা প্রদানকারী লাইসেন্সধারী আইএসপিদের প্রতিমাসের যাবতীয় অপারেশনাল তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেওয়ার নিয়মে নতুন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস)-এ এসব তথ্যাদি জমা দিতে হবে।
যদি কোনো আইএসপি এই নিয়ম না মানে, তাদের ব্যান্ডউইথ বন্ধ বা সীমিত (ক্যাপিং) করার পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সম্প্রতি বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সরোয়ার সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে আইএসপিদের ডিআইএস পোর্টালে (dis.btrc.gov.bd) অপারেশনাল তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। তবে নির্দেশনা দেওয়ার পরও অনেক আইএসপি নিয়ম মানছে না। এ ধরনের কার্যক্রম আইএসপি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-২২ দশমিক ৭ (সংশোধিত) এবং অনুচ্ছেদ-২৫ দশমিক ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, নিয়ম ভঙ্গকারী আইএসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে সংস্থা। এসব ব্যবস্থা কার্যকর করতে ব্যান্ডউইথ সীমিত করা ছাড়াও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এটি একটি ইতিবাচক উদ্যোগ। প্রতিমাসে নতুন গ্রাহক, বিচ্ছিন্ন গ্রাহকসহ অন্যান্য অপারেশনাল তথ্য বিটিআরসিতে জমা দেওয়ার যে নিয়ম আছে, সেটি অনেক আইএসপি মানছে না। তাই বিটিআরসি নতুন করে এই নির্দেশনা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছি। জবাবদিহিতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ সেবার মান বাড়াতে সাহায্য করবে।’