মার্কিন প্রশাসন ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর হয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক মেমোতে উল্লেখ করেন, নতুন বা চলমান সহায়তার বিষয়গুলো অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে সব বিদেশি সহায়তার পর্যালোচনা সম্পন্ন হবে। তবে ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা এবং জরুরি খাদ্য সরবরাহ এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।
সংশ্লিষ্টরা জানান, এই আদেশ উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুতে প্রভাব ফেলবে। এতে ইউক্রেনও সহায়তা থেকে বঞ্চিত হবে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিলেন।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা -এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৬৪ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা দিয়েছে। তবে গত বছরের সহায়তার পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।