বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বছরের প্রথম বোর্ড মিটিং আজ শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় এই সভা শুরু হবে। গেল বছরের ২১ ডিসেম্বর বিসিবির সর্বশেষ বোর্ড মিটিং হয়েছিল, এর পর চলতি বছরে একটি অনলাইন জরুরি বৈঠক হলেও এটি হবে প্রথম সরাসরি বৈঠক।
আজকের মিটিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ঢাকার ক্লাব ক্রিকেটের ইস্যু উল্লেখযোগ্য। সম্প্রতি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা আলোচনা করেছেন। তারা মাঠে খেলা না গড়ানোর ইস্যুতে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
এছাড়া চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং বিসিবির স্ট্যান্ডিং কমিটি সম্পর্কিত বিষয়গুলিও থাকবে আলোচনার কেন্দ্রে।
বিসিবির এই সভা ঘিরে ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তুঙ্গে। সভা শেষে বিসিবি কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিতে পারে।