ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারী নাজমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা দাবি করেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে ডেকে এ ঘটনার সুষ্ঠু বিচার ও জবাব চাওয়া উচিত ছিল। ঢাকার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও সমাবেশে তারা এ বিষয়ে আওয়াজ তোলেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে, এবং তাদের দাবি, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য ভারতকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।
গত শুক্রবার, ভারতের রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নাজমা বিবাহিত ছিলেন এবং তার স্বামী বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করছিলেন।