ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক নির্বাচন ভবনে চার ঘণ্টার অভিযানে দুদক পেল একটি নষ্ট ইভিএম রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার: প্রেস সচিব রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ'র প্রথম জানাজা রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ঢাকায় সেবা দেবেন সিঙ্গাপুরের চক্ষু চিকিৎসকরা ২৫ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার কোটি টাকার বেশি অল্পের জন্য রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেসের ১২০০ যাত্রী ১৩ মাসের শিশুর পাকস্থলী থেকে উদ্ধার হলো রিংসহ চাবি সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্পষ্টতা প্রত‍্যাশা সরকারের ৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনে হাসনাতের নিন্দা গণহত্যা-জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকলে পুরস্কার বাতিল ইসরায়েলের বর্বরতা থেকে রেহাই পেলো না আড়াই বছরের ফুটফুটে লায়লা মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত বিদ্যমান গণপরিবহন ব্যবস্থা চালু রেখে যানজট-দূষণ রোধ সম্ভব না গাজায় এতিম হয়েছে ৩৮ হাজার শিশু, বিধবা হয়েছেন ১৪ হাজার নারী আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিলেন ডোনাল্ড লু ১২০ দিন পানির নিচে থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মান নাগরিক পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত মে থেকে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকসের কারখানা

মির্জা ফখরুলের জন্মদিন আজ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:৪১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:৪১:১৯ পূর্বাহ্ন
মির্জা ফখরুলের জন্মদিন আজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ, রোববার (২৬ জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার ৭৮তম জন্মদিনে দলের সিনিয়র এবং তরুণ নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ষাটের দশকে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদক এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। নব্বইয়ের দশকে শিক্ষকতা পেশা ত্যাগ করে রাজনীতিতে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি কৃষি এবং পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল প্রথমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান। ২০১৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি সংসদে যোগ দেননি। তবে বিএনপির অন্যান্য নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল দুই কন্যাসন্তানের পিতা। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত। ছোট মেয়ে মির্জা শাফারুহ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক

রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক