ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, দূষণের শীর্ষ পাঁচটিই দক্ষিণ এশিয়ার শহর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:০৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:০৩:৫৪ পূর্বাহ্ন
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, দূষণের শীর্ষ পাঁচটিই দক্ষিণ এশিয়ার শহর
বায়ুদূষণের দিক থেকে বিশ্বে দক্ষিণ এশিয়ার শহরগুলোর অবস্থান সবসময়ই শীর্ষে থাকে। রোববার (২৬ জানুয়ারি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচটি শহরই দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এ তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২২৮। এ স্কোর জনস্বাস্থ্যের জন্য 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। শীত মৌসুমে ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও মারাত্মক হয়ে ওঠে। দূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৬১। এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে করাচি (২০৪), দিল্লি (১৮০) এবং কাঠমান্ডু (১৬৮)।

আইকিউএয়ার নিয়মিতভাবে একিউআই সূচক প্রকাশ করে, যা দূষিত বায়ুর মান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরণ: পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর যদি ২০০’র বেশি হয় তাহলে সেটি খুবই অস্বাস্থ্যকর। সবশেষ, স্কোর যদি ৩০০ অতিক্রম করে তাহলে সেই বাতাস ‘বিপজ্জনক’।

ঢাকার বায়ুমানের অবনতি দিন দিন বাড়ছে। গত বছর থেকে এ বছরের নভেম্বরে ঢাকার বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে ঢাকার বায়ু ছিল সবচেয়ে দূষিত, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী