ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (২৫ জানুয়ারি) জমজমাট ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, আর্সেনাল, নিউক্যাসেল ইউনাইটেড, এভারটন ও বোর্নমাউথ। এনফিল্ডে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সালাহ তার ক্লাব ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তে পৌঁছে লিভারপুলের হয়ে শততম গোল করেছেন।
ঘরের মাঠে রেলিগেশন অঞ্চলে থাকা ইপসউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেন কোডি গ্যাকপো। একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ এবং দমিনিক সবোসলাই। চলতি লিগে সালাহর এটি ১৯তম গোল, পাশাপাশি এনফিল্ডে এটি তার শততম গোল।
অন্যদিকে, আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। জয়সূচক একমাত্র গোলটি করেন রিকার্দো কালাফিওরি। নিউক্যাসেল ইউনাইটেড ৩-১ ব্যবধানে সাউদাম্পটনকে পরাজিত করে।
লিগের আরেক ম্যাচে তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথ। এভারটন তাদের ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে।
পয়েন্ট তালিকায় ২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল, তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট, আর ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।