অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ২৬ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।
এদিন সকালে আদালতে হাজির হন তাপসী তাবাসসুম ঊর্মি এবং আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এবং জামিনের আবেদনও মঞ্জুর করেন।
এ ঘটনায় গত ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ মামলার আবেদন করলে আদালত তাকে হাজির হতে সমন জারি করে। মামলায় অভিযোগ করা হয় যে, তাপসী তাবাসসুম উর্মি শহীদ আবু সাঈদসহ অন্যান্য সরকারি পদাধিকারীদের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেছেন, যা জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগে আসছে।
এছাড়া, ১৪ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা দেয়, কেননা তিনি ফেসবুকে সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে লেখেছিলেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে," এই পোস্টের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।