প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে তাদের নিবন্ধনের ওপর। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি-টক অনুষ্ঠানে সিইসি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতা রয়েছে, যার কারণে ভোটার তালিকা হালনাগাদ এবং অন্যান্য কাজের মধ্যে বিলম্ব হচ্ছে।
সিইসি বলেছেন, "নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ," যা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও যোগ করেছেন, "সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের সংবিধানিক দায়িত্বের পরিপন্থী। সংসদীয় কমিটিতে জবাবদিহির ক্ষমতা স্থানান্তরের ফলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।"
তিনি নির্বাচনে আইন-কানুন ও বিধি-বিধানের বিষয়ে বলেন, যদি নির্বাচনের তারিখ ডিসেম্বর হয়, তাহলে অক্টোবরের মধ্যে কমিশনকে প্রস্তুত থাকতে হবে। এমনকি কোনো নতুন আইন-কানুন পরিবর্তন হলে তা কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
Mytv Online