ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ, ২৬ জানুয়ারি, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীদের অনুরোধে একদিনের জন্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। বিশেষ করে বাংলাদেশ অংশে বেসরকারি ওয়্যারহাউসে পানামা পোর্টে আমদানি করা পণ্য খালাস অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন।
Mytv Online