ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০: শাহরুখ খান ঠাকুরগাঁওয়ে কবরস্থানে যুবকের অর্ধগলিত মরদেহ, মেলেনি পরিচয় সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো ‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি: মুখপাত্র নিজ বাড়িতে ফিরছেন গাজাবাসী, চোখে-মুখে প্রশান্তি সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের দাবি বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়ক’ ফ্যাসিবাদী আ. লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে: ঢাবি সাদা দল ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক, ১০ বিষয়ে একমত ঢাবি থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবাদতের বলে ইনজুরিতে মিরাজ, মাঠ ছাড়লেন স্ট্রেচারে ‘আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না’ আন্দোলনকারী শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে বসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ‘পুলিশ না থাকলে সাত কলেজ–ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো’ ঐতিহ্যগতভাবে ব্রিটেনে না গিয়ে সৌদিতে প্রথম সফর করতে পারেন ট্রাম্প বিএনপি-ইসলামী আন্দোলনের বৈঠক, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না রাকিবকে

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০১:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:৪৮:২১ অপরাহ্ন
৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না রাকিবকে
মাদারীপুরের যুবক রাকিব মহাজন লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হয়ে জীবন হারালেন। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক বন্দিশালায় তিন মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় তার। রাকিবের পরিবার একাধিকবার মুক্তিপণ দিলেও, অবশেষে তার জীবন রক্ষা করা যায়নি।

রাকিবের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার শোকাহত হয়ে পড়ে এবং সরকারের সহযোগিতা চেয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছে। পরিবারের সদস্যরা দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন জানান, তিন বছর আগে দরিদ্রতা থেকে মুক্তির আশায় ছেলে রাকিব বাড়ি ছাড়েন। কিন্তু দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হন। একাধিকবার মুক্তিপণ দিলেও রাকিবকে মুক্তি দেওয়া হয়নি। দালালদের প্রলোভনে পড়ে রাকিবকে প্রথমে ২৭ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়, পরে তাকে বিক্রি করা হয় আরো একটি দালাল চক্রের কাছে। এতে আরও ১৫ লাখ টাকা আদায় করা হয়। পরে খাবার না দেওয়ায় রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবের মা হাসিনা বেগম বলেন, "আমরা ২৭ লাখ টাকা দিয়েও তাকে ইতালি পাঠাতে পারেনি, পরে আবার আরও ১৫ লাখ টাকা নিয়েছে। শেষ পর্যন্ত দালালদের নির্যাতনে আমার ছেলেকে হারিয়েছি।"

এদিকে, মাদারীপুরের পুলিশ সুপার ভাস্কর সাহা জানিয়েছেন, রাকিবের পরিবার যদি লিখিত অভিযোগ দেয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, মাদারীপুরের জেলা প্রশাসন জানায়, রাকিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কমেন্ট বক্স