পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক তিনটি সেনা অভিযানে অন্তত ৩০ জন জঙ্গি নিহত এবং ৮ জন আহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে জিও নিউজ।
আইএসপিআর জানায়, গতকাল শনিবার (২৫ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় এই অভিযান চালানো হয়। লাক্কি মারওয়াতে ১৮ জঙ্গি নিহত এবং ৬ জন আহত হয়েছে। কারাক জেলায় ৮ জন এবং খাইবার জেলায় ৪ জন জঙ্গি নিহত হয়েছেন। খাইবার জেলায় আরও ২ জন আহত হয়েছে।
অভিযানের সময় বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এলাকায় জঙ্গি উপস্থিতি পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলেছে, দেশ থেকে জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের আপারের ওমর রাঘাজাই পুলিশ পোস্ট থেকে অপহৃত চার পুলিশ সদস্যকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।