ফরিদপুরে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ দুটি চাবি বের করা হয়েছে। শহরের একটি বেসরকারি হাসপাতালের গ্যাস্ট্রোলিভার সেন্টারে অ্যান্ডোস্কোপি মেশিনের সাহায্যে অসাবধানতাবশত আটকে থাকা রিংসহ চাবি দুটি সফলভাবে অপসারণ করেন ডা. নিমাই দাস ও তার টিম।রোববার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালটির চিকিৎসক ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত বুধবার রাতে ওই চাবি দুটি বের করা হয়। সফল অপারেশন হ্যাপি হসপিটালের গ্যাস্ট্রোলিভার টিমের অভিজ্ঞতা ও পেশাদারত্বের এক উজ্জ্বল উদাহরণ বলে চিকিৎসকের দাবি। তবে পরিবারের অনুরোধে শিশুটির নাম-পরিচয় গোপন রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিশুটির পরিবার জানায়, ঘটনা ঘটার পর হতবিহ্বল হয়ে পড়েন তারা। পরে হাসপাতালে এসে পাকস্থলী থেকে চাবি বের করা হয়। শিশুটি এখন পুরোপুরি সুস্থ।এ বিষয়ে ডা. নিমাই দাস বলেন, এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি মেশিনের মাধ্যমে পাকস্থলীতে বা শরীরের অন্য অংশে আটকে থাকা বস্তু অপসারণের মতো জটিল চিকিৎসা পদ্ধতিতে সফলতার সঙ্গে শিশুটির পাকস্থলী থেকে চাবি বের করা হয়।