ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তীব্র রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর মধ্যে, এবং ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি।
নির্বাচনী প্রচারে অংশ নিয়ে, বিজেপি নেতা এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি শহরকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রোববার (২৬ জানুয়ারি) দিল্লির নরেলা বিধানসভা এলাকায় এক জনসভায় এই বক্তব্য দেন।
অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি পার্টি (আপ) ভোটের জন্য অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এবং দলটিকে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, কেজরিওয়ালের সরকার গত ১০ বছরে দিল্লির অবস্থা খারাপ করেছে— নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা, এবং স্কুল-হাসপাতালের দুরবস্থার জন্য।
অমিত শাহ দাবি করেন, আম আদমি পার্টির সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া মদের দোকান চালু করে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছেন এবং বিপুল অর্থ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।
বিজেপি নেতার মতে, যদি তাদের সরকার গঠন হয়, তবে দিল্লি শহরকে অবৈধ অভিবাসী মুক্ত করার পাশাপাশি রাজধানীর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, “আপনারা বিজেপিকে জেতান, আমরা দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ অভিবাসী মুক্ত করব এবং রাজধানীর উন্নয়ন নিশ্চিত করব।”
অন্যদিকে, আম আদমি পার্টি বিজেপির এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। নির্বাচনের ফল দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।